চট্টগ্রাম দক্ষিণ জেলা ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

706

Published on জানুয়ারি 20, 2022
  • Details Image

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীর সাথে মতবিনিময় সভা ১৯ জানুয়ারি ২০২২ ইং বুধবার সন্ধ্যা ৬টায় পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ।

মতবিনিময় সভায় তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরা দলের প্রাণ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রাম সফল হয়েছে কর্মীদের দ্বারা। এক সময় স্বপ্ন দেখতাম একদিন এদেশের মাটিতে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার হবে। স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হবে। আজকের পেক্ষাপটে আমরা তার সফল বাস্তবায়ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলতার আলো দেখেছি। বঙ্গবন্ধুর স্বপ্ন সমৃদ্ধশীল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকার সেটি বাস্তবে রূপ দিয়েছে। বাংলাদেশ এখন আর গরিব রাষ্ট্র নয় উন্নয়নশিল রাষ্ট্রে পরিনত হয়েছে। বর্তমান সরকারের সফল কার্যক্রমগুলো প্রচার করতে নেতা-কর্মীদের ভুমিকা অপরিহার্য। আমরা কর্মীবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সামনের যেকোন পরিস্থিতি মোকাবেলা করে অত্র এলাকাকে আওয়ামী লীগের দূর্গে পরিনত করব ইনশাআল্লাহ।

সভায় বক্তব্য রাখেন, পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজুর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি সেলিম উল্লাহ, আবুল কালাম, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস, কফিল উদ্দিন প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত