পথচারীদের মাঝে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করলো রাজশাহী মহানগর আওয়ামী লীগ

676

Published on জানুয়ারি 20, 2022
  • Details Image

দেশব্যাপী করোনা ভাইরাসের ডেল্টা ও ওমিক্রনের ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়েছে। রাজশাহীতেও করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমবর্ধমান। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে পথচারী ও জনসাধারণের মাঝে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী হিসেবে ১০০ হ্যান্ড স্যানিটাইজার, ২০০ সাবান ও ১০০০ সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নগরী জুড়ে মাইকযোগে সচেতনতা বানী প্রচার করা হয়। এই কার্যক্রমটি অব্যাহত থাকবে বলে জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত