গভীর রাতে রাস্তায় ঘুরে ঘুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

687

Published on জানুয়ারি 18, 2022
  • Details Image

রাজধানীর ইস্কাটন, মগবাজার, হাতির ঝিল, বেইলি রোড, শান্তিনগর, কাকরাইলে ফুটপাতে ঘুমন্ত অসহায়, হত দরিদ্র দুই শতাধিক মানুষদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আল-নাহিয়ান খান জয় বলেন, ফুটপাতে খোলা আকাশের নিচে অনেক অসহায় মানুষ রাত্রি যাপন করে। তাদের শীত নিবারণের কোন ভালো বস্ত্র থাকে না। প্রায়ই দেখা যায়, মানুষ পলিথিন পেচিয়ে অথবা গামছা গাঁয়ে তুলে মানুষ ঘুমিয়ে থাকে। অনেক সময় রিক্সার উপরেও অনেককে ঘুমাতে দেখা যায়। মূলত তাদের উদ্দ্যেশ্যেই বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মসূচী।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার বলেন,"বাংলাদেশ ছাত্রলীগ সব সময় আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আর্ত মানবতার সেবায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী চালু হয়। আমরা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থী, হত দরিদ্র সাধারণ মানুষ, রিক্সাচালক, পথশিশু সহ শহরের ভাসমান মানুষের মাঝে কয়েক হাজার শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের এই কর্মসূচী পুরো শীতকাল ব্যাপী চলবে।  

Live TV

আপনার জন্য প্রস্তাবিত