503
Published on জানুয়ারি 18, 2022বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হতদরিদ্র ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার ভুলতা এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময়, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার রিতা, ভুলতা ইউনিয়ন পরিষদের সদস্য খোদেজা বেগম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য লাভলী আক্তারসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।