825
Published on জানুয়ারি 18, 2022ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। উত্তরের জেলা শহর ঠাকুরগাঁওয়ে হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে দিয়েছে স্বল্প আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও।
জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজমুল হুদা শাহ এ্যাপোলোর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা সোমবার রাতে ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন রাস্তার পথচারী অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি, মানবতার সেবক হিসেবে হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
উক্ত কম্বল বিতরণে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদ ফরহাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ এফ এম মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, দপ্তর সম্পাদক আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম তালাশ, আকুল, মহির, মিঠুন, পান্না, রবিউল আউয়াল সহ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।