677
Published on জানুয়ারি 16, 2022সাতক্ষীরা পৌর কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় কাটিয়াস্থ কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে পৌর কৃষক লীগের সভাপতি মো: সামছুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু। প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: মুনজুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি এড. নরনারায়ন ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোজ কুমার দে। পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ মো: আনারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাবলুর রহমানের সঞ্চালনায় সভায় মেয়াদ উত্তীর্ণ পৌর ওয়ার্ড কৃষক লীগের কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। পৌর কৃষকলীগের সহ-সভাপতি কাজী সাহাঙ্গীর হোসেনের মৃত্যু জনিত কারনে উক্ত শূন্য পদে বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সভাপতি এম এ আলিমকে অন্তর্ভূক্ত করা হয়। বর্ধিত সভায় পৌর ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ সাংগঠনিক বক্তব্য প্রদান করেন