বগুড়ার শেরপুর উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

775

Published on জানুয়ারি 16, 2022
  • Details Image

শেরপুর উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ছনকা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় স্কুলের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা। উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বাদশা বলেন কৃষক লীগ এখন সুসংগঠিত ও ঐক্যবদ্ধ একটি সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারন সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশ কৃষক লীগ এখন তৃণমুল মানষের সংগঠনের পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, কৃষি ও কৃষক ছাড়া দেশ জাতির উন্নয়ন সম্ভব না। এই কারণে কৃষক লীগ আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ন সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার মহা পরিকল্পনা নিয়ে দেশের কৃষক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আনোয়ার পারভেজ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদার, পানি ও সেচ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য বজলার রহমান বকুল ও ইসমাইল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আবু সাঈদ, কফিল উদ্দিন, এস এম মাসুদ রানা, সোলায়মান আলী বাবু প্রমুখ সহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দরা। সভায় আগামী ২ শে জানুয়ারী উপজেলা কৃষকলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত