730
Published on জানুয়ারি 16, 2022বেলকুচি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দল গোছানোর কাজ শুরু করেছে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় তৃণমূলে দলকে সুসংগঠিত করা, আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, আন্তদলীয় কোন্দলের সমাধানসহ এমন এজেন্ডা দিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. কে.এম. হোসেন আলী হাসান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার। এ সময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল মমিন মণ্ডল, (এমপি) সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী মো. আবু ইউসুফ সূর্য্য, আলহাজ্ব গাজী মো. আব্দুর রহমান, অ্যাড. বিমল কুমার দাস, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরীসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. কে.এম. হোসেন আলী হাসান বলেন, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে তার অংশীদার হয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দলকে সুসংগঠিত করতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের একসাথে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।