785
Published on জানুয়ারি 11, 2022চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে বাঙালির দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল বাংলার স্বাধীনতা, বিশ্ব জনমতের চাপে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানী সরকার মুক্তি দিতে বাধ্য হয়েছিল, তিনি যদি বাংলার মাটিতে ফিরে আসতে না পারতেন তাহলে স্বাধীনতা পূর্ণতা পেত না। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বদেশ প্রর্ত্যাবতন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান আলোচক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেছেন,পাকিস্তানীরা বঙ্গবন্ধুর জন্যে কবর খুঁড়ে রেখেছিল কিন্ত স্বাধীনতার প্রশ্নে তিনি মাথানত করেননি। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে আজ বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী,বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম বাবুল, শওকত আলম, গোলাম রব্বানী, মনজুর মোর্শেদ ফিরোজ, উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রাশেদ খাঁন মেনন, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু,সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।