1659
Published on জানুয়ারি 11, 2022স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার(১০ জানুয়ারি) সকালে জেলা ডাক বাংলো চত্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল, সাংগঠনিক সম্পাদক মিঠুন, দপ্তর সম্পাদক আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ সহ ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।