বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

552

Published on জানুয়ারি 11, 2022
  • Details Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ইমদাদুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আজমিন নাহার, যুবলীগ আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি মিহদুজ্জামান ও সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ। 

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে ও ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত