বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

590

Published on জানুয়ারি 11, 2022
  • Details Image

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সোমবার সকাল ৯ টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তারা। 

প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ জেলা নেতৃবৃন্দ এবং এর পরপরই মহানগর সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন সহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।  

অপরদিকে, সকাল ১১ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার ম্যুরালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা। এদিকে দিবসটি পালন উপলক্ষে বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

 

 

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত