578
Published on জানুয়ারি 11, 2022রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার রাজবাড়ী জেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. উজির আলী শেখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনার সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।