602
Published on জানুয়ারি 11, 2022বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মানিকগঞ্জে সমাবেশ করেছে আওয়ামী লীগ। আজ সোমবার দুপুর ১২টায় জেলা শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী-লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্মসাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লক্ষ্ণী চ্যাটার্জী, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম প্রমুখ।