দিনাজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

569

Published on জানুয়ারি 11, 2022
  • Details Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমেই শ্রদ্ধার্ঘ অর্পণ করে শহর আওয়ামী লীগ। এরপর শ্রদ্ধা জানায় সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ।

দিবসটি পালনে বাদ আসর দলীয় কার্যালয়ে শহর ও সদর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভাসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি আশিষ কুমার ব্যানার্জী, সাধারণ সম্পাদক এসএম খালেক্জ্জুামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, এ্যাড. শামিম আলম সরকার বাবু, এনাম উল্লাহ জ্যামী, প্রচার সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শি দুলাল, সহদপ্তর সম্পাদক নাজমুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলীসহ শহর ও ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত