নীলফামারীতে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

525

Published on জানুয়ারি 11, 2022
  • Details Image

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি  রোকেয়া ইসলাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ প্রমুখ। 

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত