552
Published on জানুয়ারি 11, 2022স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ৮টায় কর্মসূচি মতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল মতিন, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, মনসুর রহমান মুন্নু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল-রাজী জুয়েল, শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী রুহুল মমিন তারিখ, এসএম শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।