613
Published on জানুয়ারি 11, 2022ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় শহরের টাউন হল চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম এবং সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন খান সুরুজ, বাবু তরুণ কর্মকার, শ্রম সম্পাদক এস আর এম মানিক, বন ও পরিবেশ সম্পাদক খসরু নোমান, পৌর আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, সদর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক রেজাউল করিম জাকির, বাংলাদেশ ছাত্রলীগ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির এর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আঃ রশীদ দোয়া মোনাজাত পরিচালনা করেন।