বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

736

Published on জানুয়ারি 10, 2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গামাটি আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা আওয়ামী-লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, রুহুল আমিন, রাঙ্গামাটি জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমূখ।

আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত