851
Published on জানুয়ারি 10, 2022পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভার প্রথমেই জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম হাসনাইন, সিনিয়র সহ- সভাপতি এম সাইদুল হক চুন্নু ও সদস্য ইউনুস আলী মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রস্তাব গৃহীত হয়। এবং মৃতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা -১আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু ,পাবনা-৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন, পাবনা -৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি তোফাজ্জল চৌধুরী, সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু, সহ-সভাপতি শহিদুল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সদর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন সহ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ১৮ জানুয়ারি ভাঙ্গুরা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের সিদ্ধান্ত হয়।