ঝালকাঠিতে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

620

Published on জানুয়ারি 8, 2022
  • Details Image

বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করেছে ঝালকাঠি জেলা ছাত্রলীগ। ৪জানুয়ারি উপ-মহাদেশ এর সর্ব বৃহত ছাত্র সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করে সংগঠনটির নেতা কর্মীরা।

সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকাল ৩টায় জেলা ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র, সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী, ঝালকাঠি ২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুর সভাপতিত্বে এবং সাধরণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ এর সঞ্চালণায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব সরদার মোঃশাহ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত