1211
Published on জানুয়ারি 8, 2022দক্ষিন চট্টলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজে শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ শাখা।
বুধবার বেলা ১১টায় কক্সবাজার সরকারি কলেজের ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
এরপর কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসাইন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন সহ কলেজের অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “দক্ষিণ চট্টলার স্বনামধন্য এই কলেজ ক্যাম্পাস থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামীর ছাত্রলীগের নেতৃত্ব গড়ে উঠবে। তাই কলেজে ছাত্রলীগের ইতিবাচক অবস্থান ও শিক্ষাগত উন্নয়নে ভূমিকা রাখতে হবে।"
জেলা ছাত্রলীগের সভাপতি জাকের হোসাইন বলেন, “কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাস আমার নেতা প্রিয় সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ভাইয়ের হাত ধরে মেধাবী ছাত্রদের সাথে নিয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে।"
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, “কক্সবাজার সরকারি কলেজে সাদ্দাম ভাইয়ের আন্তরিক তদারকি ও যথাযথ নির্দেশে শিক্ষা বান্ধব ছাত্রলীগ গঠনে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে কলেজ ছাত্রলীগ পরিবার।"
পরে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে খোজ নেন।
এসময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোরহান উদ্দিন খোকন, জেলা ছাত্রলীগ নেতা মুরাদ মাহমুদ চৌধুরী,রাশেদুল হক রেশাদ, রাকিবুল ইসলাম রাহাত সহ প্রমুখ জেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।