648
Published on জানুয়ারি 4, 2022ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনের প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আনন্দ র্যালী, বিনামূল্যে রক্তদান ও আলোচনা সভার আয়োজন করে লালমোহন উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের বর্ণাঢ্য কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, ১৯৭৫ সালে পরিবারের সবাইকে হারিয়েও জীবন বাজি রেখে দেশ ও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৈশ্বিক করোনাকালে দেশের গরিব-দুঃস্থ ও খেটে খাওয়া মানুষদের যেভাবে খাদ্য ও নগদ সহায়তা করেছেন, তা বিশ্বের ইতিহাসে নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ধারণ করে ছাত্রলীগের নেতাকর্মীদের পথচলার আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তূজা সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণসহ আরও অনেকে।