1707
Published on জানুয়ারি 5, 2022বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর নেতা কর্মীরা। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
এরপর দলীয় কার্যালয়ে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ। এরপর জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপুর সভাপতিত্বে এবং সাধারণ মুহাম্মদ রেজাউল করিমের সঞ্জালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভাপতি তানভীর হোসেন তপু বলেন,‘জাতির পিতার নিজ হাতে সময়ের প্রয়োজনে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এই দেশের ইতিহাসের সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি অর্জনে ছাত্রলীগের অংশীদারিত্ব আছে। তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়েই ছাত্রলীগ জনপ্রিয় ছাত্রসংগঠন হিসেবে পরিচালিত হয়। জনপ্রিয় সংগঠন হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য অসম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করব।’
সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান বিরোধীসহ সকল আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। এজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগ, বাঙ্গালীর ইতিহাস মানেই ছাত্রলীগ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্রলীগ প্রতিহত করবে।
এতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।