914
Published on জানুয়ারি 5, 2022প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ। মঙ্গলবার ৪ই জানুয়ারি প্রথম প্রহরে চট্টগ্রাম বিভিন্ন রাস্তায় রাস্তায় প্রদক্ষিন করে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্টিত হয়।
কম্বল পেয়ে শীতার্ত অসহায় মানুষকে আবেগ আপ্লূত হতে দেখা যায়।জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপু বলেন,“দেশ ও জনতার জন্য কাজ করতেই বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এখনও কৃষকের ধান কাটা থেকে শুরু করে মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে ছাত্রলীগ শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।”।
জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম বলেন,ছাত্রলীগ মানবতার সংগঠন।
প্রতিষ্ঠার পর থেকেই এ সংগঠন দেশ ও দেশের বাইরে যেখানেই মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ হয়েছে; সেখানেই পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে দেশের সব ছাত্রকে নিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।