গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা যুবলীগ'র উদ্যোগে বিজয় উৎসব পালিত

1678

Published on জানুয়ারি 3, 2022
  • Details Image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে ০৩ জানুয়ারী ২০২২ সোমবার কক্সবাজার জেলা যুবলীগ'র উদ্যোগে পালিত হলো বিজয় উৎসব ও বিজয় সমাবেশ।

কক্সবাজার জেলা যুবলীগ'র সভাপতি সোহেল আহমদ বাহাদুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিজয় উৎসব ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ'র সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-০৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার -০২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ'র সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহানুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন করিব, পৌর আওয়ামী লীগ'র সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা আওয়ামী লীগ'র উপ-প্রচার সম্পাদক এম এ মঞ্জুর, জেলা ছাত্রলীগ'র সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারফ আদনান।

এসময় হাজার হাজার যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত ছিলো সমাবেশস্থল শহীদ দৌলত ময়দান। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত