নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

598

Published on জানুয়ারি 1, 2022
  • Details Image

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী কে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ মধ্যাহ্ন ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে "মত বিনিময় সভা" অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জুয়েল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা নির্দেশিত পথে আমাদের পথচলা। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিটি নেতাকর্মীকে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে ১৮ ঘন্টা নিরলস পরিশ্রম করছেন। নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ভোটারদের নিকট ভোট প্রার্থনা করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃ্ষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, মেহেদী হাসান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মো: নিজামউদ্দিন আহমেদ প্রমূখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত