এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ এর গভীর শোক

975

Published on ডিসেম্বর 24, 2021
  • Details Image
গতরাতে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে রাজধানী ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
তিনি নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ শোকসন্তপ্ত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত দুর্ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করে চিকিৎসা সেবা প্রদানে যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে তিনি উদ্ধার কাজে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীর প্রতিও আহ্বান জানিয়েছেন।
 
২৪ ডিসেম্বর ২০২১
প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত