বগুড়া জেলার ধুনট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

744

Published on ডিসেম্বর 21, 2021
  • Details Image

রবিবার ১৯ ডিসেম্বর বগুড়া জেলার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আলহাজ্ব মজিবর রহমান মজনু সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন টি আই এম নুরুন্নবী তারিক, সভাপতি, ধুনট উপজেলা আওয়ামী লীগ। সভা সঞ্চালনা করেন আবদুল হাই খোকন, সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা আওয়ামী লীগ ও  উপজেলা চেয়ারম্যান ধুনট উপজেলা পরিষদ।

এছাড়া আরোও বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান মজনু বলেন পরিক্ষিত ত্যাগি নেতা কর্মীদের দিয়ে নেতৃত্ব স্থাপন করতে হবে। দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। জাতিসংঘ কর্তৃক ঘোষণা এবং দুই হাজার ছেচল্লিশ সালে উন্নত সমৃদ্ধশালী দেশে উন্নিত হবে সেই লক্ষে সৎ পরিক্ষিত ত্যাগী নেতা কর্মীদের দিয়ে দল গঠন করতে হবে। চলতি ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড সম্মেলন করে আগামী জানুয়ারি মাসের প্রথম দিকে ইউনিয়ন সম্মেলন করে থানা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত