টাঙ্গাইলের সখিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1300

Published on ডিসেম্বর 21, 2021
  • Details Image

টাঙ্গাইলের সখিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ ডিসেম্বর) উপজেলা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সখিপুর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার ও সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় সাবেক এমপি অনুপম শাহজাহান জয় নির্বাচিত হয়েছেন। এর আগে শওকত সিকদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাকএমপি।

সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার, তানভরি হাসান ছোট মনির এমপি, পরিবেশ ও বন উপকমিটির সদস্য অনুপম শাহজাহান জয়, তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সখিপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত