সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

625

Published on ডিসেম্বর 21, 2021
  • Details Image

ইউনিয়ন পরিষদ ৬ষ্ট ধাপে নির্বাচনে প্রার্থী বাছাই উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভা (২০ ডিসেম্বর) সোমবার অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, আইন বিষয়ক সম্পাদক আজমল আলী, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দীন, সদস্য গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল হক, হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, অখিল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভায় আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সদস্য আলকাছ আলী, সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন। সভায় একক প্রার্থী নির্বাচিত না হওয়ায় তৃণমূল ওয়ার্ড আওয়ামী লীগের ২০ টি ভোটের মধ্যে আলকাছ আলী ১০টি, আব্দুল ওয়াদুদ ৭ টি ফরহাদ হোসেন ৩ টি ভোট পেয়েছেন।

পরবর্তীতে কেন্দ্র থেকে চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আগামী ৩১ জানুয়ারী সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত