রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

570

Published on ডিসেম্বর 21, 2021
  • Details Image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়।

বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশের উপস্থাপনায় রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী হোসেন, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ, মোঃ গিয়াসউদ্দিন মামুন সাধারণ সম্পাদক বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ।

বক্তারা উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে দলের প্রয়োজনে নিবেদিত ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত