570
Published on ডিসেম্বর 21, 2021রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়।
বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশের উপস্থাপনায় রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী হোসেন, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ, মোঃ গিয়াসউদ্দিন মামুন সাধারণ সম্পাদক বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ।
বক্তারা উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে দলের প্রয়োজনে নিবেদিত ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।