1058
Published on ডিসেম্বর 18, 2021স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে আজ শনিবার বিকেলে রাজধানীতে লাখো মানুষের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
৫০ বছর আগে সোহরাওয়ার্দী উদ্যানের যেস্থানে পাকিস্তানীরা আত্মসমর্পণ করেছিল ঠিক সেই স্থানটির সামনে থেকেই শোভাযাত্রা শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ।
সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটের সামনে রাস্তায় খোলা ট্রাকের উপর তৈরি মঞ্চে শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে শোভাযাত্রা পূর্ব সমাবেশে দেশি-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতারা। সমস্ত অপশক্তি আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে যাব- এটাই হোক আমাদের শপথ বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যাট রোড এবং মিরপুর রোড হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হয়।
কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন। বিজয় শোভাযাত্রাকে বর্ণাঢ্য, উৎসবমুখর করতে দলের নেতাকর্মীরা বাদ্য-বাজনা, ব্যান্ড পার্টির তালে তালে আনন্দমুখর পরিবেশে লাল-সবুজের ছোট ছোট পতাকা, ফেস্টুন ব্যানার হাতে অংশ নেয়।
এছাড়াও সারাদেশে একযোগে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।