বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

599

Published on ডিসেম্বর 16, 2021
  • Details Image

বরিশালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে নগরীর পানি উন্নয়ন বোর্ডের মধ্য‌ে সংরক্ষিত টর্চার সেলের ৭১ স্মৃ‌তিস্তম্ভ ও বধ্যভূ‌মিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গসহযোগি সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন।

তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং ক্ষুদামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গঠনে কাজ করছেন সরকার। আগামীতে দেশ আরও এগিয়ে যাবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত