মহান বিজয় দিবসে সিকৃবি ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ

888

Published on ডিসেম্বর 16, 2021
  • Details Image

মহান বিজয় দিবস উপলক্ষে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শাহ এ এম এস কিবরিয়া হল প্রাঙ্গনে শিক্ষা উপকরণ বিতরণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ দাশ গুপ্ত ও মোঃ শরিফুল আলম সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষা উপকরণ বিতরণকালে ছাত্রলীগ নেতৃবৃন্দ গণমাধ্যমকে বলেন, ‘ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে একাত্তরের আজকের এই দিনে বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল। বিজয় অর্জনের পঞ্চাশ বছরে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরোহন করছে উন্নতির শীর্ষে। বিজয়ের এই ক্ষণকে মহিমান্বিত করতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের পক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণের উদ্যোগ নিয়েছি আমরা’।

এসময় শিক্ষা উপকরণ হাতে পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায় উপস্থিত শিশুদের।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত