648
Published on ডিসেম্বর 16, 2021মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সদস্য, রাউজান উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া।
এতে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।