কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

693

Published on ডিসেম্বর 16, 2021
  • Details Image

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ঐতিহাসিক এই দিবসটি পালন উপলক্ষে গত মঙ্গলবার বিকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আসগর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, ডাঃ আমিনুল হক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আসম আখতারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।

বক্তারা বলেন, বুদ্ধিজীবী হত্যার বিচার বাংলার মাটিতে হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে আদালতের রায় কার্যকর করেছেন। বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিলো পাকিস্তানীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত