598
Published on ডিসেম্বর 16, 2021প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হয়েছে ক্রীড়াঙ্গনও।
বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বক্তব্য খুবই আপত্তিকর। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আলালের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।
আলাল ইতোমধ্যে তার বক্তব্যের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছেন। তবে এই দুঃখ ও ক্ষমা প্রকাশ যথেষ্ট নয় বলে দাবি করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহসানউল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্যের জন্য তাকে শাস্তির আওতায় আসতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুব লীগের ক্রীড়া সম্পাদক ও বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন পারভেজ চৌধুরী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, শেখ মো. আসলাম, কামরুননাহার ডানা, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান প্রমুখ।