ঝিকরগাছা পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

416

Published on ডিসেম্বর 15, 2021
  • Details Image

আগামী ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিশেষ এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঝিকরগাছা পৌর আওয়ামী লীগের আয়োজনে মিতালী হল রোডস্থ সংসদ সদস্যের দলীয় কার্যালয়ে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মার্কা হলো নৌকা। আমাদের স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে একত্রিত হয়ে সম্মিলিতভাবে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

ঝিকরগাছা পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবীব শিপার। উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী। আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শামসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী। উপজেলা যুবলীগ সদস্য সাজ্জাদুল আলম, কামাল হোসেন, আবু জাফর মনি, আব্দুল জব্বার, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন। পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, মৎসজীবী লীগের সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত