রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

554

Published on ডিসেম্বর 15, 2021
  • Details Image

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১৪ ডিসেম্বর বিশেষ বর্ধিত সভা হয়েছে। শনিবার বিকালে আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে ইউপি নির্বাচন উপলক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমজেদ মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু।

সভায় বক্তারা আগামী ৫ জানুয়ারী নৌকা মার্কার প্রার্থী উপজেলা কৃষক লীগের সভাপতি মো. রাজিবুল হক রাজিব এর বিজয় নিশ্চিত করে শান্তি-উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান ও এ্যাড. আব্দুস সামাদ এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম তাজুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ'লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল ইসলাম রবি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী শরীফসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত