603
Published on ডিসেম্বর 15, 2021আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠাতব্য চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে যুবলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঘিওর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মো: বাবুল বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রফিকুল আলম জোয়ার্দার বলেন, উন্নয়নের মার্কা, নৌকা মার্কা তাই চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে যুবলীগকে মাঠে থাকতে হবে। কোন কুচক্রী মহল যেন নৌকার ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন তার বিরুদ্ধে যুবলীগের কোনো নেতাকর্মী কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।
বর্ধিত সভার প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: জহির উদ্দিন খসরু বলেন, আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যুবলীগ নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করতে হবে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মা,বোনদের কাছে ভোট চাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র গুলো তুলে ধরতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জিয়াউল হক জিয়া, শেখ আসমান হোসেন, রোজিনা আক্তার রিমা, মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন-আহবায়ক মাহবুবুর রহমান জনি,সদস্য মনিরুল ইসলাম খান মনি , ফিরোজ আলম খানসহ উপজেলা সাত ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।