893
Published on ডিসেম্বর 14, 2021১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা জনক সন্নিকটে ঠিক তার আগ মুহুর্তে ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশের বুদ্ধিজীবীদের রাতের আঁধারে ডেকে নিয়ে হত্যা করে পাকিস্তানী জান্তা সরকারের মিলিটারী ও তাদের সহায়তাকারী আলবদর আল শামছ বাহিনীর সদস্যরা।
দিনটিকে স্মরণ করে কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আজ ভোরে ১৪ ডিসেম্বর ৫০তম শহীদ বুদ্ধিজীবি দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। পরে আজ সন্ধ্যায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।