শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আওয়ামী লীগের আলোচনা সভা

583

Published on ডিসেম্বর 14, 2021
  • Details Image

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বক্তব্য রাখেন- রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মনছুর আলী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম,  জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনাসভার আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত