শহীদ বু‌দ্ধিজীবী দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের আ‌লোচনা সভা

591

Published on ডিসেম্বর 14, 2021
  • Details Image

১৪ ডি‌সেম্বর শহীদ বু‌দ্ধিজীবী দিবস উপল‌ক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের আ‌য়োজ‌নে আ‌লোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার বি‌কে‌লে জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে ‌দোয়া পূর্ব আ‌লোচনা সভায় সভাপ‌তিত্ব করেন জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি সাবেক পৌর মেয়র না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ। তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, স্বাধীনতার পর থে‌কেই সরকা‌রি ও দলীয় ভাবে যথা‌যোগ্য মর্যাদায় শহীদ বু‌দ্ধিজীবী দিবস পালন ক‌রে আস‌ছি। স্বাধীনতার ঠিক ৪৮ ঘন্টা পূ‌র্বে দেশ‌কে মেধাশূন্য ক‌রতে বু‌দ্ধিজীবী‌দের নির্মমভা‌বে হত্যা ক‌রে পা‌কিস্তানী বা‌হিনীর দোসরা। যখন দে‌খে‌ছে এ দেশ‌কে আর পরা‌ধীন রাখা যা‌বে না ঠিক সম‌য়ে জামা‌য়েত ইসলামীর সহ‌যো‌গিতায় বু‌দ্ধিজীবী জা‌তির শ্রেষ্ঠ সন্তান‌দের হত্যা করা হ‌য়ে‌ছিল। আমা‌দের‌কে এ বীর শহীদ‌দের সব সময় স্মরণ কর‌তে হ‌বে।

জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক অ্যাড‌ভো‌কেট জ‌হিরুল ইসলা‌মের প‌রিচালনায় আ‌রো বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপতি আবদুর র‌শিদ সর্দার, স‌ন্তোষ কুমার দাস, সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, তথ্য ও গ‌বেষণা বিষয়ক সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট বিনয় ভূষণ মজুমদার, পৌর আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি সি‌দ্দিকুর রহমান ঢালী, সাংগঠ‌নিক সম্পাদক সা‌ব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃ‌ষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হো‌সেন, জেলা যুবলী‌গের সভাপ‌তি মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মা‌ঝি, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি মাহবুবুর রহমান, জেলা মৎস্যলী‌গের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, সাবেক ছাত্রনেতা আবু হাসানত সুমনসহ আওয়মী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলী‌গ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত