577
Published on ডিসেম্বর 14, 2021মোমবাতি প্রজ্বালনের মধ্যে দিয়ে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের মানুষ।
মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর চত্বরে বাংলাদেশ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী সিটি মেয়র কন্যা ডা. আনিকা ফারিহা জামান অর্ণার নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।