চট্টগ্রামের সকল বধ্যভূমি সংরক্ষণের দাবী উত্তর জেলা ছাত্রলীগের

764

Published on ডিসেম্বর 14, 2021
  • Details Image

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের খুলশীস্থ বধ্যভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু বলেন, শহীদ বুদ্ধিজীবীদের যদি ১৯৭১ সালে হত্যা করা না হতো তাহলে বিশ্বের অন্যতম রাষ্ট্র হিসেবে গড়ে উঠতো। সেদিন যারা আমাদের মেধাবী ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করেছে তাদের পরিকল্পনা ছিলো বাঙালী জাতিকে মাথা উঁচু করে দাড়াতে না দেওয়া। যাদের রক্তের প্রতিদানে স্বাধীন বাংলাদেশের সূর্যোদয় হয়েছে তাদের বধ্যভূমি গুলো সংরক্ষণ করে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানান দেওয়ার সুযোগ করতে হবে।

সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, দেশ-বিদেশে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন সময় অহেতুক প্রোপাগান্ডা ছড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া স্বাধীনতা বিরোধী একটি শক্তি। আগামী প্রজন্মের মাঝে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা উজ্জীবিত করতে বধ্যভূমি গুলো সংরক্ষণ করার দাবী জানাচ্ছি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত