1447
Published on ডিসেম্বর 13, 2021তুরস্কের রাজধানী আঙ্কারার বঙ্গবন্ধু বুলভার্ডের চার রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩) ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় এটি উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আঙ্কারার বঙ্গবন্ধু বুলভার্ডে একটি সভার আয়োজন করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন আঙ্কারার গভর্নর ওয়াসিপ শাহীন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, আঙ্কারার ডেপুটি মেয়র সেলিম সিরপান লৌ, আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস, তুরস্কে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মাসুদ মান্নান।
এর আগে রবিবার (১২ ডিসেম্বর) মেয়র তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টায় ইস্তাম্বুল থেকে আঙ্কারার উদ্দেশে রওনা দেন। গত ১০ ডিসেম্বর ঢাকা থেকে তুরস্কে যান তিনি। ১৪ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।