568
Published on ডিসেম্বর 12, 2021মোংলা উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ১১ ডিসেম্বর শনিবার সকাল ১১:৩০টায় দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ হেমায়েত উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফকির নজিবুল হক নজু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: লিয়াকত হোসেন লিটন, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, উপ-দপ্তর সম্পাদক রতন নন্দী।
সভায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
উপজেলার সাংগঠনিক কার্যক্রম বিষয়ে জেলা নেতৃবৃন্দের কাছে তথ্য তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন মো: কবির উদ্দিন, মোল্লা তারিকুল ইসলাম, মিহির কুমার ভান্ডারী, রফিকুল হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, আওয়ামী নেতা উৎপল মন্ডল, মাহমুদ হাসান ছোটমনি, কাজী গোলাম হোসেন বাবলু, পীযুষ কান্তি মজুমদার, সাখাওয়াত হোসেন মিলন, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদারস, স্বেচ্ছাসেবক লীগ নেতা তালুকদার মিজানুর রহমান, ফাহিম হাসান অন্তর, ইমরান বিশ্বাস, মো. তরিকুল হাওলাদার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং মহিলা লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।