714
Published on ডিসেম্বর 12, 2021কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবস, ১১ ডিসেম্বর কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস ও ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর পরিচালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া-৪ ( খোকসা- কুমারখালী) আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিযাম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, ডাঃ এ এফ এম আমিনুল হক রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জানান, এ্যাডভোকেট শেখ হাসান মেহেদী, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম প্রমুখ।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন আহমেদ, এ্যাড. অনুপ কুমার নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, হাসানুল আসকর হাসু, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলী বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমিনুর রহমান মোমিজ, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শিলা বসু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সাহাজ্জুল হোসেন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, এ্যাড. জিহাদুল ইসলাম, আরিফুল ইসলাম তসর, আব্দুর রাজ্জাক রাজা, রহিম উদ্দিন খান, হাবিবুল হক পুলক, নাসির উদ্দীন মৃধা, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজ, সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার শামস তানিম মুক্তি, কুষ্টিয়া জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল রেখে অত্যন্ত সফলতার সাথে দেশ পরিচালনা করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, স্বাধীনতাবিরোধী চক্র খালেদা জিয়ার চিকিৎসার অজুহাত তুলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদের ষড়যন্ত্র রুখে দিতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। একই সাথে বক্তারা “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক” বলেও উল্লেখ করেন। এছাড়াও বর্ধিত সভায় বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন, থানা এবং জেলা থেকে সুপারিশকৃত মনোনয়ন প্রত্যাশীদের মধ্য হতে কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে কিংবা দলীয় পদে থেকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করলে দলীয় স্ব-পদ হতে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ১৪’ই ডিসেম্বর বিকেল ৩ টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা এবং ১৬’ই ডিসেম্বর সকাল ১১ টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে মোহিনী মিল গেট হতে এক বর্ণাঢ্য র্যালি ও বিজয় মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।