1460
Published on ডিসেম্বর 10, 2021গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ মনোনীত ৮ চেয়ারম্যান প্রার্থীকে এক মঞ্চে তুলে নৌকায় ভোট চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এক সাথে উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়পত্র দাখিল করেন।
গতকাল (বুধবার) শ্রীপুর পৌরসভার দলীয় কার্যালয়ের পাশে উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদান উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন সবুজ।
ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকা, আওয়ামী লীগের মার্কা নৌকা, দেশের উন্নয়নকামী সাধারণ মানুষের মার্কা নৌকা। তাই ৫ জানুয়ারি শ্রীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির হিমু এতে সভাপতিত্ব করেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লার সঞ্চালনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন ও লুৎফুন্নাহার মেজবাহ্, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাফি উদ্দিন মোড়ল, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মাসুদ আলম ভাঙ্গীসহ ৮ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।